Published : 04 Jul 2025, 03:23 PM
খরচ কমানোর লক্ষ্যে আবারও কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় নয় হাজার কর্মী ছাঁটাই করছে মার্কিন সফটওয়্যার জায়ান্টটি।
কোম্পানিটির মোট কর্মীর কেবল ৪ শতাংশেরও কম মানুষ এ ছাঁটাইয়ের ফলে চাকরি হারাবেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
কোম্পানিটি বলেছে, “আমরা এমন সব কাঠামোগত পরিবর্তন আনতে যাচ্ছি, যা এ পরিবর্তনশীল বাজারে কোম্পানি ও আমাদের বিভিন্ন দলকে সফলভাবে কাজের জন্য সবচেয়ে ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে।”
২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত মাইক্রোসফটের সবচেয়ে বড় কর্মী ছাঁটাই এটি। এর আগে ২০২৩ সালে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল কোম্পানিটি, যা সেই সময় তাদের মোট কর্মীর প্রায় ৫ শতাংশ ছিল।
তবে সফটওয়্যার জায়ান্টটির সাম্প্রতিক এ ছাঁটাই বিভিন্ন দল ও দেশের কার্যক্রমে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, নিজেদের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার বিভিন্ন স্তর কমিয়ে খরচ কমাতে চাইছে মাইক্রোসফট।
কোম্পানিটির এক অভ্যন্তরীণ মেমো অনুসারে, মাইক্রোসফটের গেইমিং ব্যবসা বিভাগেও “কিছু কাজ বন্ধ বা কমিয়ে আনার” পরিকল্পনা রয়েছে তাদের।
মাইক্রোসফটের গেইমিং বিভাগের প্রধান ফিল স্পেনসার বলেছেন, “গেইমিং খাতকে দীর্ঘমেয়াদে সফল করতে এবং আমরা যেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রের ওপর বেশি মনোযোগ দিতে পারি এজন্য ব্যবসার কিছু অংশে কাজ বন্ধ করব বা কমিয়ে দেব আমরা। পাশাপাশি মাইক্রোসফট যেভাবে ব্যবস্থাপনার স্তর কমাচ্ছে, আমরাও সেই পথ অনুসরণ করব। যাতে আরও দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে পারি আমরা।”
এ ছাঁটাইয়ের আগে, এ বছরের মে মাসে প্রায় ছয় হাজার ও জানুয়ারিতে প্রায় এক হাজারটি কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট।
গত বছরের জুন মাসে মোট দুই লাখ ২৮ হাজার জন পূর্ণকালীন কর্মী নিয়োগ করেছিল কোম্পানিটি, যা মাইক্রোসফটের সর্বশেষ বার্ষিক কর্মী সংখ্যা রিপোর্টে জানিয়েছিল তারা। যার মধ্যে প্রায় ৫৫ শতাংশ কর্মী ছিলেন যুক্তরাষ্ট্রের।