Published : 09 Apr 2023, 04:51 PM
অ্যাপলের অ্যাপ স্টোরে নকল ‘আর্নি বট’ অ্যাপ রাখার অভিযোগ করেছে বটটির মূল প্রকাশক বাইদু। এ অভিযোগে অ্যাপল ও এর সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন অ্যাপ নির্মাতার বিরুদ্ধে মামলা করেছে চীনা এই সার্চ জায়ান্ট।
বাইদু’র কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই চ্যাটবট প্রকাশ পেয়েছে গত মাসেই। আর এটি যুক্তরাষ্ট্রে তৈরি চ্যাটবট চ্যাটজিপিটির সবচেয়ে কাছাকাছি চীনা জবাব হিসেবে বিবেচিত হওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
বাইদু বলেছে, তারা ‘বেইজিং হাইডিয়ান পিপল’স কোর্ট’-এ এইসব নকল অ্যাপ বানানো অ্যাপ নির্মাতা ও টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে।
“এই মুহুর্তে, আর্নির কোনো আনুষ্ঠানিক অ্যাপ নেই।” --শুক্রবার ‘বাইদু এআই’ নামে পরিচিত উইচ্যাট অ্যাকাউন্টের পোস্টে দেওয়া বিবৃতিতে বলেছে বাইদু।
এর পাশাপাশি, নিজেদের আদালতে জমা দেওয়া নথির ছবিও পোস্ট করেছে চীনা কোম্পানিটি।
“আমাদের কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত, অ্যাপ স্টোর বা অন্যান্য স্টোরে আপনার দেখা যে কোনো আর্নি অ্যাপই নকল।”
এই প্রসঙ্গে রয়টার্স অ্যাপলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক সাড়া মেলেনি।
শনিবার রয়টার্স অনুসন্ধান চালিয়ে খুঁজে পেয়েছে, অ্যাপলের অ্যাপ স্টোরে এখনও অন্তত চারটি অ্যাপ আছে, যারা আর্নি বটের চীনা ভাষার নাম বহন করছে।
আর্নি বট কেবল সেইসব ব্যবহারকারীই ব্যবহার করতে পারেন, যারা এর বিভিন্ন ‘অ্যাক্সেস কোড’-এর জন্য আবেদন করেছেন এবং পেয়েছেন। নিজস্ব বিবৃতিতে লোকজনের এইসব কোড বিক্রি নিয়েও সতর্ক করেছে বাইদু।