Published : 13 Jun 2024, 12:57 PM
গুগলের এআই বিভাগ ডিপমাইন্ড এমন এক যুগান্তকারী কম্পিউটারাইজড ইঁদুর উন্মোচন করেছে, যা কৃত্রিম মস্তিষ্কের সহায়তায় সত্যিকারের ইঁদুরের মতোই ঘুরে বেড়াতে পারে।
এই ভার্চুয়াল ইঁদুরের নির্মাতা গবেষকরা একে আখ্যা দিয়েছেন ‘ইভলিউশনারি মার্ভেল’ বলে, যা বিভিন্ন প্রাণীর গতিবিধি অনুকরণ করতে সক্ষম।
প্রকল্পটিতে কাজ করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্নায়ুবিজ্ঞানী এবং ডিপমাইন্ড যুক্তরাজ্য অংশের গবেষকরা, যেখানে তারা সত্যিকারের ইঁদুরের গতিবিধির ডেটা ব্যবহার করে ডিজিটাল ইঁদুরটিকে সঠিকভাবে সিমুলেট করেছেন।
পরবর্তীতে এ উচ্চ-রেজোলিউশনের ডেটা ব্যবহার করা হয়েছে একটি কৃত্রিম নিউরাল নেটওয়ার্ককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে, যা একটি সিমুলেটরের মাধ্যমে ইঁদুরের মস্তিষ্ক হিসাবে কাজ করে। এমনকি মাধ্যাকর্ষণ ও বাস্তবিক-বিশ্বের বিভিন্ন শক্তির প্রভাবকেও অনুকরণ করে থাকে সিমুলেটরটি।
“বিভিন্ন ধরনের জটিল পরিবেশে জৈব রাসায়নিক উপাদান যেন সহজেই চলাফেরা করতে পারে, তার জন্য নতুন এক কৌশল বানিয়েছে ডিপমাইন্ড,” বলেন হার্ভার্ড ইউনিভার্সিটি’র ‘ডিপার্টমেন্ট অফ অর্গানিজমিক অ্যান্ড ইভোল্যুশনারি বায়োলজি’র অধ্যাপক বেন্স ওলভেস্কি, যিনি ডিপমাইন্ডের সঙ্গে যৌথভাবে এ প্রকল্পে কাজ করা গবেষকদের নেতৃত্বও দিয়েছেন।
“এইসব নেটওয়ার্ককে প্রশিক্ষণ দিতে পারে, এমন সিমুলেশন চালানোর মতো যথেষ্ট পুঁজি নেই আমাদের কাছে।”
মস্তিষ্ক কীভাবে গতিবিধি নিয়ন্ত্রণ করে তা বোঝার ক্ষেত্রে এই ‘বায়োমেকানিক্যাল’ বাস্তবভিত্তিক ডিজিটাল মডেলকে বড় অগ্রগতি বলে আখ্যা দিয়েছেন অধ্যাপক ওলভেস্কি।
এমনকি অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিমুলেশনের ভিত্তি হিসাবেও এটি কাজ করতে পারে, যা নিউরোসায়েন্স গবেষণায় নতুন পথ খুলে দেবে। উদাহরণ হিসেবে, কীভাবে বিভিন্ন ধরনের রোগে ‘নিউরাল সার্কিট’ ব্যবহার করা হয় ও সত্যিকারের মস্তিষ্ক কীভাবে জটিল আচরণ তৈরি করে- এমনসব ক্ষেত্রে।
“এমন শারীরিক উপাদান তৈরির চ্যালেঞ্জ থেকে আমরা অনেক কিছুই শিখেছি। এক্ষেত্রে এআই ব্যবস্থাকে শুধু বুদ্ধি দিয়ে চিন্তা করলেই হবে না, বরং সেই চিন্তাকে কাজে লাগিয়ে জটিল পরিবেশে শারীরিক কার্যকলাপও করে দেখাতে হয়,” বলেন গুগল ডিপমাইন্ডের গবেষণা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ম্যাথিউ বটভিনিক।
“নিউরোসায়েন্সের ক্ষেত্রেও এই একই পদ্ধতি ব্যবহারের সম্ভাবনা জেগেছে, যা আচরণগত ও মস্তিষ্কের কার্যকারিতা উভয় ক্ষেত্রের খুঁটিনাটি বের করায় ভূমিকা রাখতে পারে।”
মঙ্গলবার এ ভার্চুয়াল ইঁদুর সংশ্লিষ্ট গবেষণার বিস্তারিত উঠে এসেছে ‘এ ভার্চুয়াল রডেন্ট প্রেডিক্টস দ্য স্ট্রাকচার অফ নিউরাল অ্যাক্টিভিটি অ্যাক্রস বিহ্যাভিয়ারস’ শীর্ষক এক গবেষণাপত্রে, যা প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার’-এ।