‘নতুন বন্দোবস্তের’ সংবিধান: যেমন হতে পারে ‘নাগরিকতন্ত্র’
কি এই ‘নতুন বন্দোবস্ত’? সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য এই বয়ান সম্পর্কে এনসিপি নেতাদের বক্তব্যের মোদ্দা কথা হলো, তারা নতুন প্রজাতন্ত্র (রিপাবলিক) চান, যেখানে সংবিধান থেকে শুরু করে সবকিছুই নতুন করে তৈরি করা হবে।