Published : 26 Feb 2025, 10:15 PM
সাত বছর পর নির্ঝঞ্ঝাট বিশাল আয়োজনে বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি, যেখানে অংশ নেবেন দলটির কেন্দ্রীয় থেকে তৃণমূলের সাড়ে ৩ হাজার নেতাকর্মী।
জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে চলছে সভার প্রস্তুতির কাজ। মঞ্চ তৈরি হয়ে গেছে, অন্যান্য কাজ রাতের মধ্যে সেরে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।
দীর্ঘসময় পর দলের এ আয়োজনে সারা দেশ থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দেবেন। দলের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেবেন। সেগুলো আমলে নিয়ে কর্মকৌশল নির্ধারণ করবে বিএনপি।
সভা থেকে কী বার্তা আসতে পারে, এ প্রশ্নে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “যেসব নেতৃবৃন্দ বর্ধিত সভায় আসবেন, যাদেরকে ডাকা হয়েছে, তাদের বক্তব্যের ওপর ভিত্তি করেই…কী চান তারা… অনেক দিন ধরেই তারা আমাদের এত বড় আন্দোলন গেল, আরও নানা বিষয় আছে…কী ধরনের প্রস্তাব গ্রহণ করা যায়, তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সেটা আসবে।”
এলডি হল মাঠে বুধবার বিকালে সভার প্রস্তুতির কাজ ঘুরে দেখে রিজভী বলেন, “বর্ধিত সভার প্রস্তুতি কাজ পুরোদমে চলছে। রাতের (বুধবার রাত) মধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হবে। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় সভা শুরু হবে।
“আমন্ত্রিত নেতৃবৃন্দ যারা আসবেন, তাদের খাওয়া-দাওয়া, ডাইনিং, স্যানিটেশন, চিকিৎসা সেবাসহ প্রভৃতি বিষয়ে আমাদের যারা দায়িত্বে আছেন তারা তদারকি করছেন। সার্বক্ষণিক তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। একটি ফিল্ড হাসপাতাল থাকবে, যেখানে কিছু বেড থাকবে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য।”
বর্ধিত সভার ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “রাতের মধ্যে আমাদের বর্ধিত সভার কাজ শেষ হয়ে যাবে। বলতে পারেন, রাতে প্রস্তুত হয়ে যাবে অনুষ্ঠানের সব আয়োজন। সেভাবেই আমাদের কাজ পুরোদমে চলছে।
“মঞ্চ নির্মাণ হয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হবেন, সেজন্য ইলেক্ট্রনিক সব পর্দার নির্মাণ কাজও শেষ পর্যায়ে।”
সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করবেন। উদ্বোধনী ও সমাপনী পর্বে লন্ডন থেকে ভিডিও কলে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য দেবেন।
অনুষ্ঠানের শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ প্রামাণ্য চিত্র দেখানো হবে। এটি তৈরি করেছে ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি’। সভা ঘিরে ‘আস্থা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে বিএনপি। কর্ম অধিবেশনে তৃণমূলের নেতারা বক্তব্য দেবেন।
সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্য থাকবেন। দলের ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন। মহানগর, জেলা, থানা-উপজেলা-পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব থাকবেন।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী ও মনোনয়ন পেতে ইচ্ছুক যে প্রার্থী প্রাথমিক পত্র পেয়েছিলেন, তারাও এই সভায় অংশ নিচ্ছেন।
আমন্ত্রিত অতিথিদের জন্য সকালের নাস্তা, দুপুরে খাবার, বিকালে স্ন্যাকের ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত থাকবে চা-কফির ব্যবস্থা।
বর্ধিত সভা সফল করতে ছয়টি উপ-কমিটি করা হয়েছে। এগুলো হচ্ছে- ব্যবস্থাপনা কমিটি (আহ্বায়ক-শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি), অভ্যর্থনা কমিটি (আহ্বায়ক হাবিব উন-নবী খান সোহেল), আপ্যায়ন কমিটি (আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাত), শৃঙ্খলা কমিটি (আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু), মিডিয়া কমিটি (আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল) এবং চিকিৎসা সেবা কমিটি (আহ্বায়ক রফিকুল ইসলাম)।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর বলছে, আমন্ত্রিত অতিথিদের বেশিরভাগই নয়া পল্টনের কার্যালয় থেকে ছবিযুক্ত আইডি কার্ড নিয়ে গেছেন।
সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর তিনদিন পরে ৮ ফেব্রুয়ারি তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যান।
আরও পড়ুন-
৭ বছর পর বর্ধিত সভা করছে বিএনপি