গুমে প্রধান ভূমিকা ছিল র্যাবের ইন্টেলিজেন্স ইউনিটের: প্রেস সচিব
“কাউকে গুলি করে, কাউকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়, আবার কারও মরদেহ বস্তায় ভরে ট্রেনলাইনে ফেলে দেওয়া হয়, যাতে ট্রেন চলার সময় তা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। আবার কাউকে চলন্ত গাড়ির সামনে ফেলে দিয়ে হত্যা করা হয়।”