Published : 03 Jun 2025, 09:46 PM
ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিযেছে আদালত।
জব্দ করা করা সম্পদের মধ্যে রয়েছে আশুলিয়ায় তাদের ৯ তলা বাড়ি, পল্লবীতে একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জমি। এসব সম্পদের মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৫২ লাখ টাকা।
এছাড়া তাদের ৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন এ আদেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।
দুদকের উপপরিচালক তাহাসীন মুনাবীল হক সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাইফুল আলম ও লুববনা আফরোজের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধানে তাদের পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে।
এছাড়া ফ্ল্যাট এবং ৯ তলা বাড়ি দুদকের অনুসন্ধান শুরুর পর হেবা দলিলের মাধ্যমে দুই মেয়ে ও স্ত্রীকে দিয়ে সম্পদ গোপন করার চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়েছে।
গতবছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকে জমা পড়ে। দুদকের গোয়েন্দা শাখার প্রতিবেদনেও তার নামে অবৈধ সম্পদের ‘আমলযোগ্য’ তথ্য উঠে আসে।
পটপরিবর্তনের পর সাইফুল আলমকে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্টের দায়িত্ব থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগেও সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা হিসাব ও তাদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
কয়েক মাস আগে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকার বেশি উদ্ধারের কথা জানায় দুদক।