বাঁশের সাঁকোই ভরসা ঢাকা সিটির হাজারো মানুষের
মহানগরীর একাংশের সীমানা ঘেঁষা নাসিরাবাদ ইউনিয়নের ১২টি গ্রাম পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডে। নগরীতে আসতে চাইলে তাদের পেরিয়ে আসতে হয় ঝুঁকিপূর্ণ বাঁশের একটি সাঁকো। খিলগাঁও থানাধীন ত্রিমোহনী এলাকায় নড়াই নদীর ওপর বানানো নড়বড়ে সেই সাঁকো নাসিরাবাদের কয়েক গ্রামের প্রায় ৪০ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা।