ভারত-পাকিস্তান সমঝোতা সম্ভব হল কী করে? অস্ত্র বিরতি টিকবে তো?
“ভারত কোনো বিরোধে কখনোই মধ্যস্থতা মেনে নেয়নি, তা ভারত-পাকিস্তান বিরোধ হোক বা ভারত-চীন বিরোধ; বা অন্য যে বিষয়ই হোক না কেন। অন্যদিকে পাকিস্তান সবসময় আন্তর্জাতিক মধ্যস্থতা চেয়েছে, তাই তারা মধ্যস্থতার প্রশংসা করবেই,” বলেন এক বিশ্লেষক।