Published : 31 Mar 2025, 05:26 PM
টেলিফোন আলাপে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সোমবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ দেওয়া এক পোস্টে এই ফোনালাপের কথা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় এবং বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।”
Had a pleasant telephone conversation with H.E. Prof. Dr. Muhammad Yunus, Chief Adviser of Bangladesh @ChiefAdviserGoB. Exchanged Eid ul Fitr greetings and reaffirmed our shared commitment to further strengthen Pakistan-Bangladesh ties. Looking forward to DPM/FM’s visit to Dhaka…
— Shehbaz Sharif (@CMShehbaz) March 31, 2025
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন ঢাকা সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “২২ এপ্রিল বাণিজ্য প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রতীক্ষায় আছি।”
অধ্যাপক ইউনূসকে পাকিস্তান সফরের যে আমন্ত্রণ আগে জানানো হয়েছিল, ফোনালাপে সেটা পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার কথা বলেন শাহবাজ শরিফ।
একইসঙ্গে, কিংবদন্তি রুনা লায়লাসহ বাংলাদেশের সাংস্কৃতিক দলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানোর কথা ওই পোস্টে তুলে ধরেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, “পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে, ইনশা আল্লাহ।”