Published : 27 Jun 2025, 10:07 AM
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মার্কিন হামলা থেকে রক্ষায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে, কোনো গোয়েন্দা তথ্যে এমন ইঙ্গিত আছে বলে তার জানা নেই।
ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা নিয়ে অব্যাহত প্রশ্নের মুখে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রোববার স্থানীয় সময় ভোরের দিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় এক ডজনেরও বেশি ৩০ হাজার পাউন্ড ‘বাঙ্কার-বাস্টার’ বোমা দিয়ে হামলা চালিয়েছিল।
ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি আদৌ কতখানি পিছিয়েছে তা নিয়ে গত কয়েকদিন ধরেই তুমুল আলোচনা চলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি, তাদের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে মার্কিন এক প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে এ দাবির ব্যাপারে সন্দেহ পোষণ করা হয়েছিল।
অনেক বিশেষজ্ঞ হামলার এক-দুইদিন আগে ফোরদো স্থাপনার কাছে বিপুল সংখ্যক যানের উপস্থিতি দেখে ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে নিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন। ইরানের এক কর্মকর্তাও বলেছেন, তারা আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র নিয়ে গেছেন।
“আমি যেসব গোয়েন্দা তথ্য পর্যালোচনা করেছি, তার কোনোটিতেই এমন কিছু আছে বলে আমি জানিনা, যেখানে বলা হয়েছে- কোনো কিছু ওই স্থানে থাকার কথা কিন্তু নেই, বা সরিয়ে ফেলা হয়েছে বা অন্য কিছু,” সংবাদ সম্মেলনে বলেছেন হেগসেথ।
সাংবাদিকদের সঙ্গে হেগসেথের কথাবার্তা দেখা ট্রাম্পও তার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সহমত পোষণ করেছেন। বলেছেন, পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা প্রয়োজনীয় সরঞ্জাম সরিয়ে নিতে অনেক সময় লাগে।
“সাইটে থাকা গাড়ি ও ছোট ট্রাকগুলো ছিল কংক্রিট শ্রমিকদের, যারা শাফটগুলোর উপরের অংশ ঢেকে দিতে কাজ করছিল। সেখান থেকে কিছুই সরানো হয়নি,” ট্রুথ স্যোশালে এমনটাই লিখেছেন ট্রাম্প, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ হাজির করেননি তিনি।
পারমাণবিক কর্মসূচি নয়, ইরানকে আত্মসমর্পণ করাতে হামলা করেছিল যুক্ত
ইরানের পারমাণবিক স্থাপনাগুলো 'গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত' হয়েছে: সিআই
মার্কিন আক্রমণ ইরানের পারমাণবিক স্থাপনা 'ধ্বংস করতে ব্যর্থ হয়েছে'