Published : 20 May 2024, 05:38 PM
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ঘন কুয়াশার মধ্যে পার্বত্যাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। দীর্ঘ দিন ধরে কট্টরপন্থি রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুতে সে সম্ভাবনার অবসান হল। দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান ও আরও ছয় কর্মকর্তা ও ক্রু ছিলেন, তাদেরও মৃত্যু হয়েছে।
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশ ও গোষ্ঠীর নেতারা শোক ও প্রতিক্রিয়া জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সেগুলো তুলে ধরা হল।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
“সৈয়দ ইব্রাহিম রাইসি একজন অসাধারণ রাজনীতিক ছিলেন যার পুরো জীবন মাতৃভূমির সেবায় নিয়োজিত ছিল। রাশিয়ার একজন প্রকৃত বন্ধু হিসেবে তিনি আমাদের দেশগুলোর মধ্যে ভাল প্রতিবেশীসুলভ সম্পর্ক গড়ে তুলতে অসামান্য ব্যক্তিগত অবদান রেখেছিলেন এবং তাদের কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে নিয়ে আসতে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন।“
তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান
“আমি জনাব রাইসিকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। যিনি ক্ষমতায় থাকাকালে ইরানি জনগণ ও আমাদের অঞ্চলে শান্তির জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন।“
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
“ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. সৈয়দ ইব্রাহিম রাইসির শোচনীয় মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত ও মর্মাহত। ভারত-ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে তার অবদান সব সময় স্মরণ করা হবে।
“তার পরিবার ও ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই শোকের সময়ে ভারত ইরানের পাশে আছে।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
“মহান ইরান জাতি এই শোচনীয় শোক তাদের স্বভাবগত সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারবে বলে আশা করছি। প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভ্রাতৃসম ইরানের প্রতি সংহতি প্রকাশ করে একদিনের শোক পালন করবে পাকিস্তান এবং পতাকা অর্ধনমিত রাখবে।”
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল-সিসি
“আরব প্রজাতন্ত্র মিশরের প্রেসিডেন্ট ভ্রাতৃসম ইরানি জনগণের প্রতি তার আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে আর দোয়া করছে যেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ও অন্যরা সর্বশক্তিমান আল্লার রহমতে বিশ্রাম নিতে পারে, তাদের পরিবারগুলিকে ধৈর্য ও সান্তনা দিন। এই ভয়াবহ ঘটনায় ইরানের নেতৃবৃন্দ ও জনগণের সঙ্গে আরব প্রজাতন্ত্র মিশর সংহতি প্রকাশ করছে।”
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
“গত নভেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করার সম্মান পেয়েছিলাম। তিনি তার জনগণের কল্যাণ ও জাতির মর্যাদার প্রতি গভীর প্রতিশ্রুতির উদাহরণ রেখেছিলেন। ইরানি জাতি ইসলামের মূল নীতিতে নিহিত একটি গর্বিত ও সমৃদ্ধ সভ্যতার প্রতিনিধিত্ব করে।
“শান্তি, ন্যায়বিচার ও উম্মাহর উন্নতির প্রতি তার নিবেদন সত্যিকারভাবে অনুপ্রেরণাদায়ী ছিল। আমরা মালয়েশিয়া-ইরানের সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের জনগণ ও মুসলিম বিশ্বের উন্নতির জন্য একসঙ্গে কাজ করছি। আমাদের অঙ্গীকার পূরণ হবে।”
লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী
হিজবুল্লাহ এক বিবৃতিতে, ইরানি জাতিকে রক্ষার জন্য আত্মত্যাগকারী শহীদদের সংগ্রাম ও ইরানের প্রতি তাদের সেবার প্রশংসা করেছে। আল্লাহকে তার রহমত দিয়ে তাদের সুখী করার জন্য ও খামেনিকে রক্ষা আহ্বান জানিয়েছে। আর ইরানকে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে এই বিপর্যয় মোকাবেলা করার ক্ষমতা দেওয়ার আহ্বান জানিয়েছে।
এর পাশাপাশি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, জর্ডানের বাদশা আব্দুল্লাহ, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, জাপান সরকার, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, ইয়েমেনের হুতি প্রধান মোহাম্মদ আলি আল হুতি, কাতারের আমির শেখ তামিন বিন হামাদ আল-থানি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শোচনীয় মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
আরও পড়ুন:
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু