Published : 05 Oct 2024, 04:27 PM
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে ছয় সেনা নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন কর্মকর্তা রয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী শনিবার এক বিবৃতিতে জানিয়েছে; খবর রয়টার্সের।
বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী জেলাটিতে শুক্রবার গভীর রাতে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলি শৌকতের নেতৃত্বাধীন একটি সেনাদলের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে শৌকতসহ আরও পাঁচ সেনা নিহত হন।
গোলাগুলির এ ঘটনায় ছয় জঙ্গিও নিহত হয়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
সামরিক বাহিনীটি জানিয়েছে, খাইবার পাখতুনখওয়ার সোয়াত উপত্যকায় নিরাপত্তা বাহিনীর পৃথক আরেকটি অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চলতি মাসের শুরুতে এই এলাকায় বিদেশি এক রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার সঙ্গে জড়িত ছিলেন।
খাইবার পাখতুনখওয়ায় পাকিস্তানের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আস্তানা আছে। তাদের মধ্যে পাকিস্তান তালেবান উল্লেখযোগ্য। উপজাতি অধ্যুষিত এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে।