Published : 10 May 2025, 03:04 PM
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা যে পর্যায়ে পৌঁছেছে তা কমিয়ে আনার উপায় খুঁজে বের করতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
শনিবার তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে কথা বলে নয়া দিল্লি ও ইসলামাবাদের মধ্যে সরাসরি যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।
রুবিও মুনিরের সঙ্গে ফোনালাপে ‘ভবিষ্যৎ সংঘাত এড়াতে’ দুই দেশের মধ্যে ‘গঠনমূলক’ আলোচনা শুরুর ক্ষেত্রে সহায়তারও প্রস্তাব দিয়েছেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
একইদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার ভারতীয় কাউন্টারপার্ট জয়শঙ্করের সঙ্গেও কথা বলেন।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, “ভারত ও পাকিস্তান উভয়কেই উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করতে হবে।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আগেও আলাদাভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলে উত্তেজনা হ্রাসে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে উত্তেজনা কমে আসুক এমনটা দেখতে চান।
“প্রেসিডেন্ট চান এই উত্তেজনা যত দ্রুত সম্ভব কমুক। যদিও দুই দেশের মধ্যে দীর্ঘ দিনের বৈরিতা রয়েছে এটা তিনি বোঝেন,” বলেছেন তিনি।
রুবিও দুই পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে এলেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুই দিন আগেই ভারত-পাকিস্তান যুদ্ধ ‘আমাদের দেখার বিষয় নয়’ বলে মন্তব্য করেছিলেন।
“আমরা যেটা করতে পারি তা হলো উত্তেজনা কমাতে তাদেরকে খানিকটা উৎসাহিত করার চেষ্টা করতে পারি, কিন্তু আমরা একটা যুদ্ধের মাঝখানে গিয়ে জড়িয়ে পড়তে পারি না, কার্যত যেটা আমাদের দেখারই বিষয় নয় এবং আমাদের নিয়ন্ত্রণক্ষমতার বাইরে,” বৃহস্পতিবার ফক্স নিউজের ‘দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালাম’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি।