Published : 23 Mar 2025, 06:52 PM
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোয় অভিযুক্ত এক চোর ৭ লাখ ৬৯ হাজার ৫০০ ডলার মূল্যের দুই জোড়া হীরার কানের দুল গিলে ফেলেছিল। দুই সপ্তাহেরও বেশি সময় পর পুলিশ তা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, ৩২ বছর বয়সী জেথান গিল্ডার গত ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার সময় টিফানি অ্যান্ড কোং- এর তৈরি ওই হীরার কানের দুল জোড়া গিলে ফেলেন।
এরপর গিল্ডারকে ‘১২ দিনেরও বেশি’ অরল্যান্ডোর একটি হাসপাতালে গোয়েন্দা নজরদারিতে রাখা হয় এবং তার দেহ থেকে কানের দুলগুলো বের করে আনা হয়। অরল্যান্ডোর পুলিশ বিভাগ একথা জানিয়েছে।
গিল্ডারের বিরুদ্ধে মাস্ক পরে ডাকাতি এবং বড় ধরনের চুরির অভিযোগ আনা হয়েছে।
পুলিশের অভিযোগ, গিল্ডার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) এক খেলোয়াড়ের সহকারির ভান করেছিলেন, যাতে টিফানি অ্যান্ড কোং এর দোকানের ভিআইপি রুমে তাকে ‘খুবই উচ্চমানের গয়না’ দেখানো হয়।
গিল্ডার দোকানের কর্মচারীদের বিভ্রান্ত করে দুই জোড়া কানের দুল নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। দোকান থেকে পালানোর সময় ৫ লাখ ৮৭ হাজার ডলার মূল্যের একটি হীরার আংটিও তিনি ফেলে দিয়েছিলেন বলে জানানো হয়েছে।
ওইদিনই পুলিশ তাকে ধরে ফেলে এবং অনুধাবন করতে পারে যে, গিল্ডার ‘কয়েকটি বস্তু গিলে ফেলছে, যেগুলি চুরি করা কানের দুল হতে পারে বলেই ধারণা করে পুলিশ।
বিবিসি জানায়, গিল্ডারকে জেলে নিয়ে যাওয়ার সময় কর্মকর্তারা তাকে বলতে শোনেন, “আমার উচিত ছিল দুলগুলো জানালা দিয়ে ফেলে দেওয়া।”
জেলে গিল্ডার কর্মীদের জিজ্ঞাসা করেন, “আমার পেটে যা আছে তার জন্য কি আমাকে অভিযুক্ত করা হবে?” পরে পুলিশ একটি এক্স-রে প্রকাশ করে। তাতে দেখা যায় গিল্ডারের পেটে একটি বস্তু।
এরপর গিল্ডারকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করা হয়। ১২ মার্চে পুলিশ জানায়, তারা টিফানি অ্যান্ড কোং এর চতুর্থ কানের দুল উদ্ধার করেছেন।
তদন্তকারী অ্যারন গ্রস বলেন, দুলগুলো টিফানি কোম্পানির দোকানে ফেরত দেওয়া হলে সেখানকার প্রধান জহুরি জানান, চুরি যাওয়া দুলের সঙ্গে সিরিয়াল নাম্বার মিলে গেছে।
গিল্ডার বর্তমানে অরেঞ্জ কাউন্টি জেলে আটক রয়েছে বলে জানান গ্রস। পুলিশ বলছে, গিল্ডারের অপরাধের রেকর্ড থেকে দেখা গেছে, ২০২২ সালেও তিনি টেক্সাসের টিফানি অ্যান্ড কোং এর দোকানে ডাকাতি করেছিলেন।
কলোরাডোয় ৪৮ টি ভিন্ন ঘটনায় গিল্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।