Published : 16 Jun 2024, 02:44 PM
ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় বন্দর শহর আল মুখার ৪০ নটিক্যাল মাইল দক্ষিণে একটি জাহাজের কাছে দু’টি বিস্ফোরণ ঘটেছে বলে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে।
তবে বিস্ফোরণ সত্ত্বেও জাহাজটি ও এর ক্রুরা নিরাপদ আছে এবং তাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে বলে ইউকেএমটিও জানিয়েছে।
তারা জানায়, কী থেকে ওই বিস্ফোরণ দু’টি ঘটেছে কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে।
ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলের বর্বর হামলার মুখে থাকা ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করে ইয়েমনের ক্ষমতাসীন হুতিরা দেশটির উপকূলে ইসরায়েল ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
হুতিদের হামলায় লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় বহু জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কয়েকজন নিহত হয়েছেন ও অন্তত একটি জাহাজ ডুবে গেছে।
ইরানের সমর্থন পাওয়া হুতিদের এসব হামলা বন্ধ করতে তাদের সামরিক স্থাপনা ও অবস্থানগুলোতে বেশ কয়েকদিন ধরে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, কিন্তু তারপরও পশ্চিমা শক্তিগুলো তাদের থামাতে পারেনি।