Published : 06 Jun 2025, 06:51 PM
ইউক্রেইনের রাজধানী কিইভসহ বিভিন্ন শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার ভোররাতে চালানো এই হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনীয় কর্মকর্তারা।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে বলা হয়েছিল, ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ার ভেতরে বেশ কয়েকটি বোমারু বিমান ধ্বংস হওয়ায় ক্রেমলিন এর ‘প্রতিশোধ’ নেবে।
তারপরই ইউক্রেইনজুড়ে রাশিয়া এই বিমান হামলা চালাল। ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, কিইভে হামলায় নিহত তিনজনই ছিলেন উদ্ধারকর্মী, যারা এক হামলার পর দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলেন উদ্ধার কাজে।
ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা এক্স-এ লেখেন, “রাশিয়া তাদের ধ্বংস হওয়া বিমানগুলোর প্রতিশোধ নিয়েছে সাধারণ ইউক্রেইনীয়দের ওপর হামলা চালিয়ে। একাধিক ভবন, জ্বালানি অবকাঠামোতে তারা আঘাত হেনেছে।”
ওদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেইনের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাবে তারা সামরিক ও সামরিক বাহিনী সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলায় সারা দেশে অন্তত ৪৯ জন আহত হয়েছেন। কিইভসহ আরও কয়েকটি শহরে হামলা হয়েছে। পশ্চিমা মিত্রদকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
রাশিয়া বিমান হামলায় ৪০৭টি ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছে ইউক্রেইনের বিমান বাহিনী। এ ছাড়া ৪৫টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে।
হামলায় কিইভ মেট্রো রেলের ট্র্যাক ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এছাড়া শহরের বাইরে রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত রেল কোম্পানি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের আওয়াজ এতটাই ভয়ানক ছিল যে তা দূরের জানালাও কাঁপিয়ে দেয়। অনেক বাসিন্দা মেট্রো স্টেশন বা ভূগর্ভস্থ পার্কিংয়ে আশ্রয় নেন।
জেলেনস্কি এক্সে লেখেন, “যদি কেউ চাপ প্রয়োগ না করে এবং এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করে, তাহলে সেটি একধরনের সহযোগিতা এবং দায় বহনের নামান্তর। আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে।”
কিইভ ছাড়াও পশ্চিম ইউক্রেইনের তারনোপিলে রুশ হামলায় কিছু শিল্প কারখানা ও অবকাঠামো ধ্বংস হয়, শহরের কিছু অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে বলে জানিয়েছেন মেয়র সেরহি নাদাল।
এতে ১০ জন আহত হন। পাসাপাশি বিষাক্ত পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের ঘরের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে, উত্তর-পশ্চিমের লুটস্ক শহরে বেসরকারি বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনে রুশ বাহিনীর হামলায় ১৫ জন আহত হয়েছে।