Published : 12 May 2025, 06:32 PM
গাজায় বন্দি মার্কিন-ইসরায়েলি নাগরিক এডান আলেক্সান্ডারকে সোমবার মুক্তি দেওয়ার ঘেষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে এর জন্য কোনও যুদ্ধবিরতি হবে না, বরং জোরাল সামরিক অভিযানের পরিকল্পনাই বাস্তবায়ন হবে বলে স্পষ্ট করে জানিয়েছে ইসরায়েল।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল কেবল আলেক্সান্ডারকে নিরাপদ করিডোর দিয়ে ফিরিয়ে আনতে লড়াই সাময়িকভাবে থামাবে; কিন্তু গাজায় পূর্বঘোষিত জোরদার সামরিক অভিযানের প্রস্তুতি পুরোদমেই জারি রাখা হবে।
যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও হামাসের মধ্যকার চতুর্মুখী আলোচনার পর হামাস ইসরায়েলি-মার্কিন জিম্মিকে মুক্তি দিচ্ছে। এই পদক্ষেপ গাজায় বাদবাকী ৫৯ জন জিম্মি মুক্তির দ্বার খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, “ইসরায়েল কোনও ধরনের যুদ্ধবিরতিতে সম্মত হয়নি। সামরিক চাপেই হামাস এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।” গাজায় চলমান হামলা এবং আরও বড় হামলার প্রস্তুতির মধ্যেই আলোচনা চলবে বলেও জানায় ইসরায়েল।
রোববার হামাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে আলেক্সান্ডারকে মুক্তি দিতে রাজি হয়েছে। কাতার ও মিশর এই পদক্ষেপকে যুদ্ধবিরতির আলোচনা শুরুর জন্য উৎসাহব্যঞ্জক বলেও মন্তব্য করেছে।
এদিকে, আলেক্সান্ডারকে মুক্তি দেওয়ার আগে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার জাবালিয়া এলাকায় একটি স্কুলে আশ্রয় নেওয়া অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।
ট্রাম্প উপসাগরীয় আরব অঞ্চলের তিনটি দেশ সফর করবেন। তবে ইসরায়েলে যাবেন না। তবে তার বিশেষ দূত স্টিভ উইটকফ সোমবার ইসরায়েল সফর করবেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
উইটকফ জিম্মি মুক্তির প্রক্রিয়ায় ভূমিকা রেখেছেন। আলেক্সান্ডারের পরিবার ট্রাম্প ও উইটকফকে ধন্যবাদ জানিয়েছে এবং অন্য বন্দিদের মুক্তির জন্যও প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে।
তাদের কথায়, “আমরা ইসরায়েল সরকার ও আলোচনাকারীদের অনুরোধ করছি, দয়া করে থেমে যাবেন না।”