Published : 02 Jan 2025, 03:24 PM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি নাইটক্লাবের সামনে নির্বিচার গুলির এক ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই কিশোর বয়সী।
বুধবার স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে কুইন্স বরোর জ্যামাইকা এলাকায় ঘটনাটি ঘটে।
নগরীর পুলিশের বরাতে নিউ ইয়র্ক পোস্ট জানায়, আমাজুরা নাইটক্লাবে একটি প্রাইভেট পার্টি শেষে চার জনের একটি দল বাইরে জড়ো হওয়ার লোকজনকে লক্ষ্য করে অন্তত ৩০ রাউন্ড গুলিবর্ষণ করে।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের পুলিশ কর্মকর্তারা জানান, এ ঘটনায় ১৬ থেকে ২০ বছর বয়সী ছয় তরুণী ও চার তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের কারও আঘাতই সঙ্কটজনক নয় এবং তারা সবাই বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে।
আহতদের লং আইল্যান্ডের ইহুদি হাসপাতাল ও কোহেন্স চিলড্রেন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে আমাজুরা নাইটক্লাবের সামনে প্রচুর পুলিশ ও অ্যাম্বুলেন্সের উপস্থিতি দেখা গেছে।
আমাজুরা ব্যয়বহুল সাজসজ্জার একটি নৈশক্লাব। চার হাজার মানুষের ধারণা ক্ষমতার এ ক্লাবটিতে নিয়মিত ডিজে ও লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হয়।
আরেক খবরে জানা গেছে, গত বছর মৃত্যু হওয়া পরিচিত এক অপরাধী দলের সদস্যের ‘সম্মানে’ প্রাইভেট পার্টিটি দেওয়া হয়েছিল। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রায় ৮০ জন ক্লাবটির সামনে জড়ো হয়ে অপেক্ষা করছিলেন, তখনই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে।