Published : 02 Jul 2025, 07:12 PM
লোহিত সাগরে মিশরের অন্যতম তেল উৎপাদন এলাকা সুয়েজ উপসাগরে একটি নৌযান উল্টে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
টেনে নিয়ে যাওয়ার সময় নৌযানটি উল্টে যায় বলে বুধবার জানিয়েছে সৌদি আরবভিত্তিক নৌযান পরিচালনাকারী কোম্পানি এডিইএস হোল্ডিং।
সুয়েজ খালের দক্ষিণ প্রবেশপথ থেকে প্রায় ১৩০ নটিক্যাল মাইল দূরে এ নৌযান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে এবং এতে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথটিতে জাহাজ চলে কোনো ব্যাঘাত ঘটেনি বলে খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসনামা রাবিয়ি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন।
লোহিত সাগর সংশ্লিষ্ট মিশরের গাবাল আল-জেইতের কাছে নৌযানটি উল্টেছে বলে তেল ও গ্যাস উৎপাদক অফশোর সুখেইর অয়েল কোম্পানি (ওএসওসিও) খবর দিয়েছে, মঙ্গলবার জানিয়েছে মিশরের জ্বালানি মন্ত্রণালয়।
অ্যাডমেরিন ১২ নামের এ নৌযানটি একটি জ্যাকআপ বার্জ ইউনিট, এটি সমুদ্রে খননকারী কোম্পানি এডিইএস-এর একটি সহযোগী প্রতিষ্ঠানের। দুর্ঘটনার সময় এতে মোট ৩০ জন কর্মী ছিলেন, যার মধ্যে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে সৌদি স্টক এক্সচেঞ্জে দেওয়া এক নথিতে জানিয়েছে এডিইএস।
মিশরের জ্বালানি মন্ত্রণালয় এর আগে নৌযানটির নাম ভুলে অ্যাডাম মেরিন ১২ বলেছিল।
নিহত চারজনের মধ্যে তিনজন এডিইএসের কর্মী, একজনের চুক্তিভিত্তিক কর্মী। উদ্ধারকারীরা এখন বাকি তিনজনের খোঁজে অভিযান চালাচ্ছে, জানিয়েছে এডিইএস।
“বাকি কর্মীদের নিরাপত্তা ও ভালো থাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি পরিষেবাদাতা সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে কোম্পানি। ঘটনাটির পূর্ণাঙ্গ ও বিস্তারিত তদন্ত হবে,” বলেছে তারা।