Published : 30 Mar 2025, 11:49 AM
ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শনিবার অন্তত ২৪ জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে।
শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী গাজার উত্তরাঞ্চলীয় গাজা সিটি, জাবালিয়া এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামলা চালায়। তাদের এসব হামলায় খান ইউনিসে সবচেয়ে মানুষ হতাহত হয়। নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে।
খান ইউনিসে তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ থেকে ইসরায়েল বড় ধরনের হামলা শুরু করার পর থেকে শনিবার পর্যন্ত গাজায় ৯২১ জন নিহত হয়েছেন।
এদের নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ২৭৭ জনে দাঁড়িয়েছে। একই সময় আহত হয়েছেন এক লাখ ১৪ হাজার ৯৫ জন।
গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজদের মৃত্যু হয়েছে ধরে নিয়ে মোট নিহতের সংখ্যা ৬১৭০০ জনেরও বেশি।