Published : 06 Jun 2025, 12:26 AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস।
বৃহস্পতিবারের এ বৈঠকে তিনবছর ধরে চলা ইউক্রেইন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগ করতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন তিনি।
বৈঠকের শুরুতেই ট্রাম্পকে জার্মান নেতা বলেন, “আপনি জানেন যে, আমরা ইউক্রেইনকে সমর্থন করি। আর সে কারণে আমরা রাশিয়ার ওপর চাপ আরও বাড়ার দিকে তাকিয়ে আছি।”
ইউক্রেইন যুদ্ধ অবসানের প্রসঙ্গ আসলে সেক্ষেত্রে ট্রাম্পই বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ বলে প্রশংসা করে ম্যার্ৎস বলেন,“যুক্তরাষ্ট্রের নেতা এখন সত্যিই রাশিয়াকে চাপে ফেলে কাজ সমাধা করতে পারেন। যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে আছে।”
গত মাসে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে এটিই ফ্রিডরিশ ম্যার্ৎসের প্রথম সফর।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইউক্রেইন এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউজের বৈঠকে আক্রমণাত্মক আচরণে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লেও জার্মান নেতার ক্ষেত্রে তেমন কিছু হয়নি।
ম্যার্ৎস ও তার জার্মান প্রতিনিধিরা একইসঙ্গে কূটনৈতিকভাবে এবং দৃঢ়তার সঙ্গে বৈঠক পার করেছেন। ম্যার্ৎস বলেছেন, তিনি এবং ট্রাম্প দুইজনই ইউক্রেইন যুদ্ধের অবসান দেখতে চান, যদিও বিষয়টি নিয়ে উভয়ের দৃষ্টিভঙ্গি এবং মূল্যায়নে ভিন্নতা আছে।