Published : 02 Jun 2025, 06:55 PM
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে একটি বাসস্ট্যান্ডে বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছে বলে সেখানকার স্থানীয় এক আইনপ্রণেতা ও বাসিন্দারা জানিয়েছেন।
শনিবারের এ ঘটনার জন্য ইসলামপন্থি জঙ্গিদেরই সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত ১৬ বছর ধরেই বোর্নো ইসলামপন্থি জঙ্গিদের অন্যতম প্রধান বিচরণক্ষেত্র। তাদের ধারাবাহিক হামলা পশ্চিম আফ্রিকার দেশটির হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, বাস্তুচ্যুত করেছে লাখো মানুষকে।
স্থানীয় আইনপ্রণেতা আবদুলকরিম লাওয়ান বলেছেন, বোর্নোর গুজামালা জেলার মাইরারি গ্রামের বাসস্ট্যান্ডে স্বয়ংক্রিয় বিস্ফোরক ডিভাইস (আইইডি) পুঁতে রাখা ছিল। গ্রামের বাসিন্দারা বাসের জন্য অপেক্ষা করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে অন্তত ৯ জন নিহত হয়েছে।
লাওয়ান বোর্নো রাজ্যের স্থানীয় আইনসভারও স্পিকার। তিনি জানান, বোকো হারাম ও পশ্চিম আফ্রিকা প্রদেশ ইসলামিক স্টেটের নিয়মিত হামলায় মাইরারি গ্রামটি এমনিতেই প্রায় জনশূন্য হয়ে পড়েছে। এ দুই জঙ্গিগোষ্ঠী তাদের হামলায় আইইডির ব্যবহার ক্রমশ বাড়াচ্ছে।
“সন্ত্রাসীরা তাদের (গ্রামবাসী) গতিবিধি পর্যবেক্ষণ করছিল, তারা স্থানীয় বাস স্টপে আইইডি পুঁতে রেখেছিল। বাসিন্দারা গন্তব্যে যাওয়ার বাণিজ্যিক যানবাহনে ওঠার অপেক্ষায় থাকা অবস্থায় বিস্ফোরণটি ঘটে,” বলেছেন তিনি।
বাসস্ট্যান্ডে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন বোর্নো রাজ্য পুলিশের মুখপাত্র নাহুম কেনেথ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি তিনি।
বাসস্ট্যান্ডের হকার বুনু বুকার সোমবার বলেছেন, যাত্রীরা একটি মিনিবাসে ওঠার সময় ওই আইইডিটি বিস্ফোরিত হয়। তাতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হয়, আহত হয় কয়েকজন।
চলতি বছরের শুরু থেকে নাইজেরিয়ায় জঙ্গি হামলার তীব্রতা বেড়েছে, জঙ্গিরা বিভিন্ন সামরিক ঘাঁটির পাশাপাশি বেসামরিকদেরও নিশানা বানাচ্ছে।