Published : 02 Jan 2024, 08:59 AM
দক্ষিণ কোরিয়ায় বিরোধীদলীয় নেতা লি জে-মাইউংকে এক সংবাদ সম্মেলন চলাকালে ছুরিকাঘাত করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুসানে ঘটনাটি ঘটেছে, জানিয়েছে বার্তা সংস্থা ইয়ুনহ্যাপ।
লির ঘাড়ের বাম দিকে আঘাত করা হয়েছে। তিনি ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অতি অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন।
এ ঘটনার পর হামলাকারী পুরুষকে আটক করা হয়েছে।
ইয়ুনহ্যাপ জানিয়েছে, হামলার প্রায় ২০ মিনিট পর লিকে একটি হাসপাতালে নেওয়া হয়। ওই সময়ও তার জ্ঞান ছিল।
সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, হামলাকারীর বয়স পঞ্চাশ বা ষাটোর্ধ্ব হতে পারে। জানা গেছে, অটোগ্রাফ নেওয়ার ভান করে তিনি লির দিকে এগিয়ে যান, এরপর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে ছুরিকাঘাত করেন।
সামাজিক মাধ্যমে আসা ঘটনার ভিডিওগুলোতে দেখা গেছে, হামলার পর লি প্রথমে ভিড়ের মধ্যে পড়ে যান পরে মাটিতে পড়েন; এ সময় কিছু লোক হামলাকারীকে সামলানোর চেষ্টা করেন। গণমাধ্যমে আসা ছবিগুলোতে লিকে চোখ বন্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেছে, কেউ একজন তার ঘাড়ের পাশে একটি রুমাল চেপে ধরে রেখেছেন।
লি (৫৯) দক্ষিণ কোরিয়ার ডেমোক্র্যাটিক পার্টির নেতা। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ার আইনসভার সদস্য নন। কিন্তু পরবর্তী সাধারণ নির্বাচনে আইনসভার একটি আসনে তিনি প্রার্থী হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল। ২০২৪ এর এপ্রিলে ওই নির্বাচন হওয়ার কথা আছে।
২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সঙ্গে মাত্র শূন্য দশমিক ৭৩ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন তিনি। এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন ছিল। ২০২৭ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল।