Published : 09 Jun 2025, 04:53 PM
জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ায় যুক্তরাষ্ট্রের কাডেনা বিমানঘাঁটিতে এক বিস্ফোরণে জাপানি আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) চার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
সোমবার সকালে স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এনএইচকের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটে কাডেনা ঘাঁটির একটি গোলাবারুদ ডিপোতে, যেটি এসডিএফের তত্ত্বাবধানে আছে।
এসডিএফের সূত্রের বরাতে এনএইচকে জানায়, ডিপোতে বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতির সময় বিস্ফোরণটি ঘটে।
আহত ওই চার সেনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কারও কারও আঙুলে পোড়ার চিহ্ন রয়েছে বলে খবর। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য কোনো নির্দেশনা জারি করা হয়নি বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে যাওয়ার পর দেশটির দক্ষিণপশ্চিমে অবস্থিত ওকিনাওয়া দ্বীপটির দখল নেয় যুক্তরাষ্ট্র। ১৯৭২ সালে দ্বীপটি জাপান ফিরে পেলেও সেখানে মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটি রয়ে যায়।