Published : 03 Nov 2023, 09:59 PM
তার চিত্রে কখনো উঠে আসে গৌড়ীয় নৃত্য, কখনো দেশ, কখনো মেঘের লীলাখেলা, কখনোবা হেমন্তের বিকেল। আবার মায়াবী গোধূলি, বাংলার রমণী, লীলাকীর্তন কিংবা পৌরাণিক উপাখ্যানও বাদ যায় না।
রঙতুলির আঁচড়ে জাহাঙ্গীর আলম এবার নিয়ে এসেছেন ‘প্রাণের গান' শীর্ষক প্রদর্শনী; শুক্রবার থেকে তা চলছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে।
প্রদর্শনীটি চলবে ১১ নভেম্বর পর্যন্ত; সোম থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের আনিস এ খান, আর্ট বাংলা ফাউন্ডেশনের চেযারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস, শাশা ডেনিমসের পরিচালক জেরিন মাহমুদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল আর্ট বিভাগের অধ্যাপক মলয় বালা।