Published : 04 Jul 2025, 11:02 PM
ঢাকার লালমাটিয়ার ভূমি গ্যালারিতে আয়োজন করা হয়েছে শিল্পী মাহমুদুর রহমান দীপনের ‘দ্য মোমেন্টস’ বা ‘মুহূর্তেরা’ শীর্ষক একক চিত্রপ্রদর্শনী।
শুক্রবার থেকে ১২ দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে ৫৪টি চিত্রকর্ম নিয়ে। চিত্রকর্মগুলো ২০২১ সাল থেকে, অর্থাৎ চার বছর ধরে তৈরির কথা জানিয়েছেন দীপন।
চারকোল, অ্যাক্রিলিক, জলরঙ ও প্যাস্টেল ব্যবহার করে বানানো শিল্পকর্মগুলো সূক্ষ্ম শক্তিশালী অনুভূতি জাগিয়ে তোলে।
দীপনের আগের প্রদর্শনী ‘ডার্ক টাইম’ হতাশাকে প্রতিফলিত করলেও ‘দ্য মোমেন্টস’ নতুন রূপে আবির্ভূত হয়েছে। জগতের যা কিছু দেখেন, অনুভব করেন, তা শিল্পকর্মের মধ্য দিয়ে প্রকাশ করেছেন তিনি।
দীপন বলেন, “আমি মূলত বিভিন্ন মাধ্যমে বিমূর্ত ধারার কাজ করি। মাধ্যমগুলো আলাদা হওয়ার কারণে কাজও ভিন্ন ভিন্ন রকমের। চারকোলে যে কাজ করেছি, অ্যাক্রিলিকে হয়ত আলাদা রকমের কাজ করেছি। বিমূর্ত ধারার প্রতি আমার একটু ঝোঁক আছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অংকন বিভাগে স্নাতোকোত্তর করেছেন দীপন। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে তার প্রথম একক প্রদর্শনী হয়েছিল।
ভূমি গ্যালারির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাইফুর রহমান লেনিন বলেন, “দীপনের শিল্প ঘোষণা করে না বরং উন্মোচন করে। তিনি যা উপস্থাপন করেন, তা কোনোকিছুর উপরিভাগ নয় বরং ভেতরের কোমল দৃশ্য নীরব দুঃখ, কম্পিত আকাঙ্ষা এবং আনন্দের ক্ষণস্থায়ী ঝলক। প্রতিটি কাজ এক একটি কবিতার পঙক্তির মত প্রকাশিত হয়, প্রতিটি স্ট্রোক একটি শান্ত প্রার্থনা, অনাবৃত, শক্তিশালী এবং সাহসী বেদনার প্রতিচ্ছবি।
“দীপন তার তৃতীয় একক প্রদর্শনী ‘দ্য মোমেন্টস’ এ আমাদের সকলকে এমন এক জগতে আমন্ত্রণ জানান যেখানে জীবন এক অস্থির সৌন্দর্যের সাথে মিশে যায়।”
প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধন অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানিয়েছেন এমিরেটাস অধ্যাপক ও চিত্রশিল্পী রফিকুন নবী, চিত্রশিল্পী আবুল বারক আলভী, অভিনেত্রী জয়া আহসান। অতিথিরা শিল্পীর চিত্রকর্মও ঘুরে দেখেন।