Published : 02 May 2023, 07:18 PM
কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অলঙ্কার চুরির মামলায় তার গৃহকর্মী তাহমিনা ও গৃহকর্মীর স্বামী শাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রশিদুল আলম।
এ দিন রিমান্ড শুনানিকালে দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ন্যানসির ভাই, মামলার বাদী শাহরিয়ার আমান সানি এদিন আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই আলমগীর হোসেন শুনানিতে বলেন, চোরাই আলামত উদ্ধারের জন্য আসামিদের রিমান্ড জরুরি।
ন্যানসির আইনজীবী গোপাল চন্দ্র সাহাও শুনানিতে আসামিদের রিমান্ড চান।
অন্য্যদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী জাহিদ হোসাইন রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
শুনানিতে তিনি বলেন, “ন্যানসি স্বনামধন্য কণ্ঠশিল্পী। তাহমিনা তার বাসায় বুয়ার কাজ করেন। শাকিল তাহমিনার স্বামী। শাকিলের দোষ- সে স্ত্রীকে ন্যানসির বাসায় নামিয়ে দিয়ে যান। শাকিল সিকিউরিটি গার্ডের চাকরি করেন। “
আইনজীবী জাহিদ বলেন, “তাহমিনা ওই বাসা থেকে কাজ ছেড়ে যান ২২ দিন আগে। উনি (ন্যানসি) যদি জানেন, তাহমিনা খারাপ মানুষ, তাহলে তখন মালামাল কেন খুঁজলেন না। ২২ দিন পর খেয়াল করলেন, তার মালামাল চুরি হয়েছে। তাহমিনাকে কাজে বাধ্য করতে না পেরে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন ন্যানসি।”
শুনানিকালে আদালতে কাঁদতে দেখা যায় তাহমিনাকে। তার বোন ও অন্য আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েন। শুনানি শেষে আদালত আসামিদের এক দিনের রিমান্ডের আদেশ দেয়। আদেশে বলা হয়, তিন কার্যদিবসের মধ্যে ওই এক দিনের রিমান্ডে নিতে হবে আসামিদের।
‘প্রজাপতি’ সিনেমার জন্য পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অলঙ্কার চুরির অভিযোগে গত ২৬ এপ্রিল গুলশান থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন ন্যানসি। পরে ন্যানসির ভাই শাহরিয়ার আমান সানি মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পদক ছাড়াও দুটি সোনার হার, হীরার লকেট চুরি গেছে।
ন্যানসির ঘরে চুরি: গৃহকর্মী কারাগারে
ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি
গত ২৭ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই ছাদেক মিয়া দুই আসামিকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন।
তবে সেদিন তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত ছিলেন না। সে কারণে আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে ২ মে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ঠিক করেছিল।