Published : 07 May 2025, 10:16 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে চোয়ালসহ মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হওয়া খোকন চন্দ্র বর্মন রাশিয়ায় চিকিৎসার প্রথম ধাপ শেষে দেশে ফিরেছেন।
বুধবার সকালে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে তার ফেরার তথ্য দিয়ে বলেছে, খোকনের মুখের ‘রিকনস্ট্রাকশন’ সার্জারির প্রথম ধাপের জন্য গত ২২ ফেব্রুয়ারি তাকে রাশিয়ায় পাঠায় সরকার। গত ২২ এপ্রিল সেখানকার স্থানীয় একটি হাসপাতালে প্রথম ধাপে সফল অস্ত্রোপচার হয়।
তার সঙ্গে রাশিয়া থেকে আসা স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন, খোকনের মুখের রিকনস্ট্রাকশন সার্জারি লক্ষ্যে প্রথমে তার মুখের থ্রিডি মডেল তৈরি করা হয় এবং পরে তার নিচের চোয়ালে টাইটেনিয়ামের পাত বসানো এবং অস্টিওসিন্থেসিস করা হয়েছে।
“অপারেশনের সময় তার মুখ থেকে তিন থেকে চারটি বুলেটের (ছররা বুলেটের) অংশ বের করা হয়। দ্বিতীয় ধাপের অপারেশনে উপরের চোয়াল (ম্যাক্সিলা) রিকনস্ট্রাকশন নিয়ে কাজ করা হবে। পুরো অপারেশনের দ্বিতীয় ধাপটি হবে সবচেয়ে জটিল ও কঠিন অপারেশন। যার উপরে খোকনের মুখের অবয়ব নির্ধারিত হবে। এই জটিল অপারেশনটি রাশিয়ার একজন জাতীয় অধ্যাপক ও ২ জন অধ্যাপক করবেন।”
জুলাই মাসের প্রথম দিকে সেই অস্ত্রোপচারের সূচি ঠিক হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, সেই সঙ্গে তার বাম চোখের বল অপসারণ করা হয়। তৃতীয় ধাপে নাকের রিকনস্ট্রাকশন সার্জারি করা হবে। এটাতে বুকের পাঁজরের হাড় থেকে নাক তৈরি করা হবে। সর্বশেষ ধাপের অপারেশন হতে পারে চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে।
কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাইয়ের শেষ দিকে সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার তুমুল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনা ভারতে চলে যান। এর আগে এ আন্দোলন দমাতে গিয়ে ব্যাপক সহিংসতা ঘটনা ঘটে। এত বিপুল হতাহত হয়।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আহতদের তালিকা তৈরি করে তাদের চিকিৎসার ব্যবস্থা করছে। দেশের হাসপাতালের পাশাপাশি বিভিন্ন দেশে তাদের চিকিৎসা করা হচ্ছে।