Published : 27 Aug 2024, 06:15 PM
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের ভেরিফায়েড ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধ রয়েছে ২৩ দিন ধরে।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পেইজ ও চ্যানেলের কার্যক্রম বন্ধ রয়েছে। পাসওয়ার্ড পুনরুদ্ধারের মাধ্যমে যা ফের চালু করার চেষ্টা চলছে বলে তথ্য দিয়েছেন কর্মকর্তারা।
দায়িত্বশীলদের কেউ কেউ বলেছেন, ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড জানতেন শুধু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি নিজেই সব ধরনের কার্যক্রম চালাতেন। বর্তমানে তিনি গ্রেপ্তার থাকায় ও কর্মকর্তাদের পাসওয়ার্ড জানা না থাকায় অফিসিয়াল ফেসবুক পেইজ-ইউটিউব চ্যানেল বন্ধ রয়েছে।
বিষয়টি নিয়ে কথা হয় আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসানের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এমন কোনো তথ্য আমার জানা নেই। যদি বন্ধ থাকে, তাহলে ফেসবুক-ইউটিউব সম্পর্কে টেকনিক্যাল টিম ভালো বলতে পারবে। আমি তাদের সঙ্গে কথা বলে জানাতে পারব।”
আরেকজন কর্মকর্তা অবশ্য সাবেক প্রতিমন্ত্রীর নাম বলছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হলে নাম প্রকাশে অনাগ্রহী এই কর্মকর্তা বলেন, “ফেরিফাইড ফেইসবুক ও ইউটিউব চ্যানেল বন্ধ থাকার তথ্য সত্য এবং এর পাসওয়ার্ড জানতেন শুধু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তবে পাসওয়ার্ড পুনরুদ্ধারের চেষ্টা চলছে। ইতিমধ্যেই এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই পুনরুদ্ধার হবে বলে আশা করি। কারণ ডাক বিভাগেও একই সমস্যা হয়েছিল, আমরা সেই পাসওয়ার্ড পুনরুদ্ধারে সক্ষম হয়েছি।”
যদিও আইসিটি বিভাগের ভেরিফায়েড ফেইসবুক পেইজে গিয়ে দেখা যাচ্ছে, ১০ অগাস্ট অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের আইসিটি বিভাগের দায়িত্ব গ্রহণসংক্রান্ত গণমাধ্যমের একটি ফটোকার্ড সেখানে পোস্ট করা হয়েছে। পোস্টটিতে চার দিন আগেও মন্তব্য করেছেন একজন ফেইসবুক ব্যবহারকারী।
বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইসিটি বিভাগের ওই কর্মকর্তা বলেন, “পেইজের অ্যাডমিন ছাড়া কারও পেইজে পোস্ট করা তো সম্ভব নয়, যদি না অন্য কাউকে সে ক্ষমতা দেওয়া হয়। বিষয়টি খোঁজ নিয়ে জানাতে পারব।”
১০ অগাস্টের আগে সর্বশেষ আইসিটি বিভাগের ফেইসবুক পেইজে পোস্ট করা হয়েছে ৩০ জুন। ২৭ জুনে করা ৯টি পোস্ট পেইজ থেকে মুছে ফেলা হয়েছে।