Published : 30 Jan 2025, 03:10 PM
জয়পুরহাট ও দিনাজপুরে হামলায় পণ্ড নারীদের ফুটবল ম্যাচ ফের আয়োজন করতে নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
নারীদের খেলায় বাধা দানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার সরকারপ্রধানের কার্যালয় বলেছে, অন্তর্বর্তীকালীন সরকার যেকোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
গত মঙ্গলবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারী ফুটবল খেলা বন্ধ করতে মাঠে দেওয়া টিনের বেড়া ভাঙচুরের অভিযোগ ওঠে একদল মানুষের বিরুদ্ধে।
সেদিনই দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ‘তৌহিদী জনতা’র সঙ্গে আয়োজক কমিটির সদস্যদের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার পর নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, জেলা প্রশাসকরা জানিয়েছেন যে, তারা সম্প্রতি তাদের জেলায় নারী ফুটবল, ক্রিকেট ও কাবাডি ম্যাচ আয়োজন করেছেন। শত শত মানুষ সেই সব ম্যাচ উপভোগ করেছেন এবং তাদের জেলার সব শ্রেণির মানুষ এসব আয়োজনের প্রশংসা করেছেন।
সরকারপ্রধানের দপ্তরের ভাষ্য, “নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশি নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।”
গত এক মাসে অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন প্রান্তে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে, যেখানে নারী খেলোয়াড়রাও অংশগ্রহণ করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
আরও পড়ুন