Published : 15 Jun 2025, 08:26 AM
ঢাকার হাজারীবাগে এক বাবার ছুরিকাঘাতে তারই ছেলে নিহত হয়েছে বলে ভাষ্য পুলিশের।
ঢাকা মেডিকেল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, শনিবার রাতে ‘বাগবিতন্ডার’ একপর্যায়ে ২০ বছর বয়সী রাহাবুল ইসলাম রাসেলের বুকে ছুরিকাঘাত করেন তার বাবা জুয়েল রানা।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হাজারীবাগ থানার এসআই শামসুল হুদা বলেন, “ঘটনার পর থেকে বাবা পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
রাসেল ও তার বাবা আলাদা হোটেলে কাজ করেন। রাসেলের মা ও খালা জর্ডান প্রবাসী। তিনভাইয়ের মধ্যে রাসেল দ্বিতীয়।
বাবা ও ভাইদের সঙ্গে হাজারীবাগের ঝাউচর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি, তাদের গ্রামের বাড়ি রংপুরে।
নিহত রাসেলের মামা হুমায়ুন বলেন, “পারিবারিক বিষয় নিয়ে আজ তাদের মধ্যে ঝগড়া হয়। তাদের দুজনেরই বিদেশ যাওয়ার কথা চলছিল। কিছুদিন আগে রাসেলের পাসপোর্ট করা হয়েছে।”
তিনি বলেন, কে আগে যাবে- এ নিয়ে তার বোনের সঙ্গে ফোনে কথা বলেন বাবা-ছেলে।
এ নিয়েই ঝগড়াঝাটির পরে জুয়েল রানা ক্ষিপ্ত হয়ে ছেলে রাসেলের বুকে ছুরিকাঘাত করেন বলে ধারণা হুমায়ুনের।
তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।