Published : 30 Jun 2025, 05:42 PM
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী হোসনে আরা বেগমের নামে প্রায় ৩৮ লাখ টাকার জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। তাদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে বলা হয়েছে।
দুদককের দুই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, নুরুজ্জামানের নামে ৩০ লাখ ৬৮ হাজার টাকার জমি এবং তার স্ত্রী হোসনে আরার নামে ৭ লাখ ২৭ হাজার টাকার জমি জব্দের আদেশ হয়েছে।
নুরুজ্জামানের জব্দ হওয়া ৩২টি ব্যাংক হিসাবে ৬ কোটি ২৬ লাখ ৫০ হাজার ৫০৪ টাকা এবং হোসনে আরার জব্দ হওয়া ২৫টি ব্যাংক হিসাবে রয়েছে ৮১ লাখ ৬৫ হাজার ৯৩৭ টাকা।
এদিন দুদকের উপপরিচালক মো. জাকির হোসেন জমি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, আসামিদের নামে থাকা এসব স্থাবর ও অস্থাবর সম্পদ তারা স্থানান্তর, হস্তান্তর ও বেহাত করার চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান চলাকালে গত ৩০ জানুয়ারি সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে রংপুর নগরী থেকে গ্রেপ্তার করা হয়।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৩ ফেব্রুয়ারি নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী হোসনে আরা ও ছেলে রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে তিনটি মামলা করে দুদক।