Published : 24 Jun 2025, 08:38 PM
ঢাকার উত্তরায় খালের জায়গা দখল করে বানানো ‘উত্তরা প্রেসক্লাব’ নামে একটি সংগঠনের কার্যালয় ভেঙে দিয়েছে রাজউক।
মঙ্গলবার দুপুরে এ অভিযানে ওই ভবনটিসহ ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
রাজউজের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তরার ১২ নম্বর সেকটরের খালপাড় এলাকায় খালের জায়গা দখল করে উত্তরা প্রেসক্লাবের নামে একটি পাকা ভবন তৈরি করা হয়েছিল। স্থাপনাটি সরিয়ে নিতে নোটিসও দেওয়া হয়েছিল।
“আমরা আগেও একবার অভিযান চালিয়েছিলাম। তখন তারা আমাদের কাছে অঙ্গীকার করেছিল নিজেরাই স্থাপনাটি সরিয়ে নেব। তারা তো ভাঙেইনি, উল্টো সেখানে ছাদ ঢালাই দিয়ে পাকা স্থাপনা বানিয়েছে। স্থায়ী স্থাপনা বানানোর অভিযোগ আসে আমাদের কাছে। এজন্য আজকে অভিযান চালিয়ে তা ভেঙে দিয়েছি।”
লিটন সরকার বলেন, উত্তরা প্রেসক্লাবের পাশাপাশি ওই এলাকায় থাকা আরও ১০টি অস্থায়ী স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।