Published : 19 May 2025, 11:58 PM
পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে চলতি দায়িত্ব পেয়েছেন ১০ জন এসপি। আরও সাতজন এসপি পর্যায়ের কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে।
সোমবার এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চলতি দায়িত্ব পাওয়া ১০ জনের মধ্যে পুলিশ সদর দপ্তরের এআইজি জান্নাতুল হাসানকে একই দপ্তরের অতিরিক্ত ডিআইজি, পাকশি রেলওয়ে জেলার এসপি মো. শাহাব উদ্দীনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদরের এআইজি আতিয়া হুসনাকে একই দপ্তরের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির ডিসি আ স ম শামসুর রহমান ভূঁঞাকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, এসবির এসপি মোহাম্মদ মনিরুল ইসলামকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।
নৌ পুলিশের এসপি কফিল উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের এসপি শেখ জয়নুদ্দীনকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশের এসপি খন্দকার নূর রেজওয়ানা পারভীনকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এবং এসবির এসপি এ কে এম আক্তারুজ্জামানকে একই দপ্তরের অতিরিক্ত ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া জিএমপির ডিসি এন এম নাসিরুদ্দীন, এপিবিএনের এসপি আব্দুল্লাহ আল মামুন এবং শিল্পাঞ্চল পুলিশের এসপি এ কে এম জহিরুল ইসলামকে ডিএমপিতে ডিসি হিসেবে বদলি করা হয়েছে। এসপি মাসুরা বেগমকে পুলিশ সদর দপ্তরে এআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।
সংখ্যাতিরিক্ত এসপি হিসেবে পদোন্নতি পাওয়া অতিরিক্ত এসপি পদমর্যাদার তিন কর্মকর্তা এসপির দায়িত্ব পেয়েছেন। এদের মধ্যে সিএমপির এডিসি মাহমুদা বেগম শিল্পাঞ্চল পুলিশের এসপি, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত এসপি খালেদা বেগম এপিবিএনের এসপি, রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি এসএম শফিকুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন।