Published : 08 Jun 2025, 04:38 PM
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭০ বছর।
শনিবার রাত ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মারা যাওয়ার সময়ে কাদের সিদ্দিকী স্যার শয্যার পাশেই ছিলেন।”
গত ২২ মে নাসরিন সিদ্দিকীর মস্তিকে রক্তক্ষরণ হলে প্রথম তাকে নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে স্থানান্তর করা হয় স্কয়ার হাসপাতালের আইসিইউতে। এরপর ২৪ মে তার মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়েছিল।
নাসরিন সিদ্দিকী টাঙ্গাইলের কুমুদিনী কলেজের সাবেক অধ্যক্ষ নার্গিস হামিদ কোরেশীর মেয়ে। তিনি কাদের সিদ্দিকী প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে নাসরিন সিদ্দিকী স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
প্রয়াতের মৃতদেহ শনিবার রাতে টাঙ্গাইল শহরে কাদের সিদ্দিকীর বাসা ‘সোনার বাংলা’ নেওয়া হয় বলে জানান ফরিদ আহমেদ।
রোববার বাদ জোহর পিটিআই স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর কালিহাতির নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটিতে কাদের সিদ্দিকীর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা।