Published : 07 Apr 2025, 04:47 PM
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব পেয়েছেন মো. জাকারিয়া হোসেন।
সোমবার বেবিচকের পূর্বনির্ধারিত বোর্ড সভায় সদস্যদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক কাওছার মাহমুদ এদিন বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
গেল ২২ মার্চ বেবিচকের আলোচিত প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানের অবসরকালীন ছুটিতে যাওয়ার পর গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য ছিল।
তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নয়নের নামে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এরপর আলোচিত এই পদ ঘিরে কয়েকজনের নাম শোনা গিয়েছিল। তবে, ‘সৎ কর্মকর্তা’ হিসেবে বেবিচকে সুনাম রয়েছে জাকারিয়া হোসেনের।
তিনি বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের প্রকল্প পরিচালকের দায়িত্বে আছেন।