Published : 30 Oct 2024, 06:44 PM
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেককে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলির আদেশ দিয়ে তা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
নাজমা মোবারেক ২০২৩ সালের জুন থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
আর বেশ কিছুদিন থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিবের পদ ফাঁকা ছিল। এর আগে ১৪ অগাস্ট এ বিভাগের আগের সচিব মো. আব্দুর রহমান খানকে জাতীয় রাজস্ব রোর্ডের (এনবিআর) ভার দিয়ে বদলি করা হয়।
সরকারের পালাবদলের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে গত তিন মাস ধরে রদবদল করা হচ্ছে।