Published : 22 Aug 2024, 11:45 PM
গণআন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী ও বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার কূটনৈতিক পাসপোর্ট বাতিল ও সমর্পণের ভিত্তিতে সাধারণ পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা জারি করেছে।
সেখানে বলা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রাক্তন মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সকল সদস্যসহ যারা কোন পদে অধিষ্ঠিত থাকার কারণে কূটনৈতিক পাসপোর্ট পেয়েছেন, তাদের নিয়োগ বা কর্মকালের অবসান ঘটলে তাদের এবং তাদের স্বামী/স্ত্রীর কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
“ওই ব্যক্তিদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন, অন্তত দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের সাধারণ পাসপোর্ট ইস্যু করা যেতে পারে।”