Published : 02 Aug 2024, 07:29 PM
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘গণমিছিলে’ বৃষ্টির মধ্যে বিক্ষোভ হয়েছে মিরপুরের ইসিবি চত্বরে।
শুক্রবার বিকাল ৪টা থেকে মাটিকাটা বাস স্ট্যান্ড থেকে মিছিল বের করে পাঁচ শতাধিক মানুষ। তারা ইসিবি চত্বরের দিকে এগিয়ে যাওয়ার সময় 'ভুয়া, ভুয়া' স্লোগান দিতে থাকে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরে যেতে বললে মিছিলকারীরা সড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। তাদের অবস্থানের কারণে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট তৈরি হয়।
পরে মিছিলকারীরা ইসিবি চত্বরে অবস্থান নেয়, সেখানে শতাধিক পুলিশ সদস্যও ছিল।
বিকাল সাড়ে ৫টা থেকে বৃষ্টি শুরু হলে অনেককে সরে যেতে দেখা যায়। বৃষ্টিতে ভিজেও প্রায় দুই শতাধিক মানুষ সড়কে অবস্থান করছিল। সন্ধ্যা ৬টা থেকে এই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
মিছিলকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখে পথচারী ও যাত্রীদের বিকল্প পথ ব্যবহার করে ফিরে যেতে দেখা যায়।
৩০০ ফিট থেকে কালশী হয়ে মিরপুর ১২ নম্বরে যাচ্ছিলেন সোহরাব হোসেন। তিনি তাদেরই একজন।
সোহরাব বলেন, "একটা কাজে গাড়ি নিয়ে বের হয়েছিলাম। কিছুটা দূর থেকে এই অবস্থা দেখে গাড়ি ঘুরিয়ে চলে গেছি। ঝামেলা শুরু হলে গাড়িটাই হয়ত ভেঙে দেবে।"
বাস থেকেও অনেক যাত্রীদের নেমে হেঁটে চলে যেতে দেখা যায়।