Published : 07 May 2025, 05:05 PM
গত মাসে ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মল্লিকসহ ৬ শীর্ষ পুলিশ কর্মকতার পদ রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে।
গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ওই গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে সমালোচনার মধ্যে ডিএমপির ডিবি প্রধানের পদ থেকে সিরিয়ে দেওয়া অতিরিক্ত পুলিশ কমিশনার রেজউল করিম মল্লিককে।
গত বছরের ১ সেপ্টেম্বর মল্লিককে ঢাকার ডিবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল।
বুধবার আরও যাদের কর্মস্থল বদল হয়েছে-
ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে পুলিশ টেলিকমে অতিরিক্ত আইজির (চলতি দায়িত্ব) দেওয়া হয়েছে।
শিল্পাঞ্চল পুলিশে অতিরিক্ত আইজির চলতি দায়িত্বে থাকা মো. ছিবগাত উল্লাহকে সিআইডির অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) দেওয়া হয়েছে।
সিআইডির ডিআইজি গাজী জসিম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) করা হয়েছে।
এছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি তওফিক মাহবুব চৌধুরীকে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল, পুলিশ অধিদপ্তরের ডিআইজি শোয়েব রিয়াজ আলমকে স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন- এসপিবিএনের ডিআইজি করা হয়েছে।