Published : 05 Jan 2025, 07:34 PM
ঢাকার কমলাপুর স্টেশনে অনুসন্ধান বুথের ডিসপ্লে মনিটরে মধ্যরাতে হঠাৎ করে ‘পর্ন’ ছবি প্রদর্শনের সঙ্গে জড়িতদের ৩০ দিনের মধ্যে খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত।
রোববার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক মো. তাজুল ইসলাম সোহাগ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার জালিজ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ১৯০ (১)সি ধারায় স্বপ্রণোদিতভাবে আমলে নিয়ে আদালত একটি মিস মামলা রেকর্ড করেন।
“একইসঙ্গে প্রকাশিত ও প্রচারিত সংবাদের সরেজমিনে অনুসন্ধান করে এই আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানাসহ প্রতিবেদন দাখিলের জন্য বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও), বাংলাদেশ রেলওয়ে, ঢাকাকে নির্দেশ দেন।”
পাশাপাশি এই অনুসন্ধানকারী কর্মকর্তাকে সার্বিক সহায়তা দিতে ঢাকা রেলওয়ে থানার ওসিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি।
এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।
গত শুক্রবার মধ্যরাতে কমলাপুর স্টেশনের টিকেট কাউন্টারের সামনের ডিসপ্লে বোর্ডে হঠাৎ পর্ন ছবি প্রদর্শন হতে থাকে। বিষয়টি কয়েকজনের নজরে এলে তারা বন্ধের চেষ্টা করেন। পরে বন্ধ করতে না পেরে ইট মেরে ডিসপ্লে বোর্ড ভেঙে ফেলেন সেখানে থাকা একজন।
আদালতের আদেশে বলা হয়েছে, ঘটনাটি ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(৩)(৪)ও(৫) ধারা এবং ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ২৯২ ও ২৯৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।