Published : 04 Apr 2025, 10:41 PM
থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শুক্রবার রাত ১০টা ৫মিনিটে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
এর আগে থাইল্যান্ডের স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে তিনি ব্যাংকক থেকে রওনা হন। ব্যাংকক বিমানবন্দরে তাকে বিদায় জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।
দুই দিনের সফরে মুহাম্মদ ইউনূস গত বৃহস্পতিবার ব্যাংকক পৌঁছান। বিমসটেক সম্মেলনের পাশাপাশি তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কয়েকটি দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এ তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আছেন।
শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে এক ধরনের টানাপড়েন চলছে।
এর মধ্যে ইউনূসের দুই দফা মোদীর দেখা হওয়ার সুযোগ তৈরি হলেও তা হয়ে ওঠেনি। ফলে বিমসটেকের সম্মেলনে তাদের বৈঠক হবে কি না, তা নিয়ে আলোচনা চলছিল।
'পরিবেশ নষ্ট' করে এমন বক্তব্য পরিহার করুন: ইউনূসকে মোদী
ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ
বাসস লিখেছে, শুক্রবার আধা ঘণ্টার বেশি সময় ধরে তাদের মধ্যে বৈঠক চলে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়।
অন্যদিকে বৈঠকের পর ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ‘জনগণ-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে’ বিশ্বাস করার কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতা যে বাস্তবিক ফল বয়ে এনেছে, তাও তিনি বিশেষভাবে বলেছেন।