Published : 02 Jul 2025, 11:15 PM
কর্মস্থল থেকে পালানোর অভিযোগে সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের কথা বলা হয়েছে।
এ নিয়ে চলতি সপ্তাহে ১৮ পুলিশ কর্মকর্তাকে একই অভিযোগে সাময়িক বরখাস্ত করল সরকার। ডিআইজি থেকে এএসপি পর্যন্ত পদমর্যাদার এ কর্মকর্তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত রয়েছেন বলে তাদের বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সরকার পতনের গণআন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ অগাস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যা এবং থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর, অস্ত্র ও গুলি লুটপাট করা হয়। সেই সময়ে সিরাজগঞ্জের এসপি ছিলেন আরিফুর রহমান মণ্ডল। অগাস্টের পটপরিবর্তনের পরপর তাকে সেখান থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।
তাকে সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে ‘পলায়নের অপরাধে’ সাময়িক বরখাস্ত করা হয়েছে।