Published : 01 Jun 2025, 12:00 PM
ঢাকার শান্তিনগর মোড়ে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে।
রোববার ভোর পৌনে ৫টার দিকে বেইলি রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে।
৭৩ বছর বয়সী তাশিকুল ইসলামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। তিনি সিদ্ধেশ্বরীর ৩১/১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
রমনা থানার এসআই আবু হানিফ জানান, তাশিকুল মসজিদে ফজরের নামাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন। ওই সময় বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়দের কাছ থেকে পাওয়া খবরে টহল পুলিশ তাশিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়। সেখানে ভোর সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ধাক্কা দেওয়া বাসটিকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা হানিফ।