Published : 19 May 2025, 07:15 PM
রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনে প্রশাসক নিযুক্ত করেছে সরকার।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার বিকালে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা কলেজ অধ্যক্ষকে তার মূল পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির প্রশাসক করা হয়েছে।
ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে সম্প্রতি অবসরে গিয়েছিলেন অধ্যাপক ইলিয়াস। তবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের আগে অন্তর্বর্তী প্রশাসন গঠনের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন করে কর্মসূচি ঘোষণার মধ্যেই রোববার ফের তাকে কলেজটির অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। এরপর প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির প্রশাসকের দায়িত্বও পেলেন তিনি।
প্রশাসক হিসেবে তিনি অতিরিক্ত দায়িত্বভাতা পাবেন৷ ঢাকা কলেজের অধ্যক্ষ পদে চুক্তি শেষ হওয়া পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
২০২৪ সালের জুলাই-অগাস্টের গণআন্দোলনে ক্ষমতার পালাবদলের পর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কলেজগুলোকে গত ২৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। এরপর গত ১৬ মার্চ কলেজগুলোকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের ঘোষণা আসে।
শিক্ষার্থীদের দাবি মেনে সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো বা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপরেখা প্রণয়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি। প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের আগে কলেজগুলোর দায়িত্ব নিতে একজন অধ্যক্ষের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রস্তাব করা হয় ইউজিসির পক্ষ থেকে।
তবে দুই মাস সেই কার্যক্রম ঝুলে থাকার মধ্যে শুক্রবার দাবিদাওয়া নিয়ে ফের আন্দোলনে নামার কথা বলেন সাত কলেজের শিক্ষার্থীরা। শনিবার তারা সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী প্রশাসন গঠনে রোববার পর্যন্ত সময় বেঁধে দেন। এদিনই শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির প্রশাসক নিয়োগ করেছে।
আরও পড়ুন-