Published : 09 Jul 2025, 04:19 PM
যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া এ আদেশ দেন।
গ্রেপ্তারের আদেশ পাওয়া অন্যরা হলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি শহিদুল হক, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।
তাদের মধ্যে সালমান এফ রহমান, দীপু মনি এবং আমির হোসেন আমুককে এক মামলায়, আনিসুল হক, পলক, জাহাঙ্গীর আলম, শহিদুল হক এবং আবুল হাসান দুই মামলায় এবং মনিরুল ইসলাম মনুকে আট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদালতের প্রসিকিউশনের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
জুলাই আন্দোলনে গেল বছর ৫ অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বিভিন্ন সময়ে আনিসুল হক, দীপু মনি, সালমান এফ রহমানসহ মামলার এই নয় আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাদেরকে ঢাকার বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলার গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়েছে।