Published : 23 Sep 2024, 04:43 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ভাষানটেকে ফজলু হত্যা মামলায় ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ।
এদিন আসামিকে আদালতে হাজির করে রিমান্ড ফেরত প্রতিবেদন জমা দিয়ে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই সাহিদুল বিশ্বাস।
শ্যামল দত্তের আইনজীবী শ্যামল কান্তি সরকার তার পক্ষে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে শ্যামল দত্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিজয় মিছিল করতে যান ফজলু। সন্ধ্যা ৭টার দিকে মিরপুর ১৪ নম্বর মোড়ে দিগন্ত ফিলিং স্টেশনের সামনে ফজলুর ওপর গুলি ছোড়া হয়।
ওই গুলি কোমড়ের একপাশে লেগে অপর পাশ দিয়ে বের হয়ে গেলে তার প্রচুর রক্তক্ষরণ হয়। ফজলুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত ১৬ সেপ্টেম্বর সাংবাদিক মোজাম্মেল বাবুর সঙ্গে শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। শ্যামল জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।