Published : 10 Jan 2024, 05:49 PM
বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপিনেতা মোহাম্মদ নবীউল্লাহ নবী ও যুবদল নেতা কাজী মুনসুর আলমকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদাউস আহম্মেদ বিশ্বাস দুইজনের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
অন্যদিকে তাদের জামিন চান তাদের আইনজীবী মোসলেহ উদ্দিন জসীম।
শুনানি নিয়ে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জুলহাস উদ্দিন তিন দিন রিমান্ড মঞ্জর করেন।
এর আগে এই মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়।
গত শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুরে ঢোকার আগে আগুন লাগানো হলে একই পরিবারের তিনজনসহ চারজন পুড়ে মারা যান। ৭ জনুয়ারি নির্বাচন ঘিরে বিএনপির ডাকা হরতালের আগের রাতে এ ঘটনা ঘটে।
বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার মামলায় বিএনপিনেতা নবী গ্রেপ্তার
এরপর রাতেই ৬৬ বছর বয়সী নবী উল্লাহ নবীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
নবী যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক। তাকে ছাড়াও যুবদলের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলাটি দায়ের করেছেন বেনাপোল একসপ্রেসের পরিচালক (ট্রেন গার্ড/টিজি) এস এম নুরুল ইসলাম।