Published : 27 Jun 2023, 09:37 PM
দেশবাসীকে কোরবানির ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় সরকার প্রধান এই শুভেচ্ছা জানিয়েছেন বলে তার উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান।
বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, “বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ। কোরবানি অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নিচুতা, অহংকার, স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ সার্থক হয়ে উঠে।”
"ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে আমরা মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নেই।"
এ সময় প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে বলেন, “সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। ঈদ মোবারক৷"